প্রশ্ন : বিশ্বায়ন কি ? এর প্রভাব ( সুফল ও কুফল) আলোচনা কর।
উত্তর :
বিশ্বায়ন (Globalisation) কাকে বলে?
সারা বিশ্বের সমস্ত দেশগুলির মধ্যে একই ছাদের তলায় বাণিজ্য সংস্কৃতির তথ্য আদান-প্রদান প্রভৃতির কারণে যে নীতি গ্রহণ করা হয় তাকে বিশ্বায়ন (Globalisation) বলে।
বিশ্বায়নের সুফল(Benefits of Globalization) আলোচনা কর?
সুফল : ১. উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলির জনসাধারণ সস্তায় বিদেশি পণ্য ব্যবহার করতে পারবে।
২. ক্রেতারা পণ্য নির্বাচনের আগে অনেক ধরনের পণ্য দেখার সুযোগ পাবে।
৩. সংস্কৃতির আদান-প্রদান হবে।
বিশ্বায়নের কুফল আলোচনা কর?
কুফল: ১. উন্নত দেশের সস্তা পণ্য অনুন্নত উন্নয়নশীল দেশের বাজারে প্রবেশ করলে ওই সকল দেশের ব্যবসায়ীদের ব্যাপক লোকসানের সম্মুখীন হতে হয়।
২. আন্তর্জাতিক অপরাধ বৃদ্ধির সম্ভাবনা বাড়ে।